বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

ফরিদপুরে আলুর হিমাগার ও আড়তে অভিযান 

ফরিদপুর সংবাদদাতা: আলুর দাম বৃদ্ধির কারসাজি রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশের পর ফরিদপুরেও আলুর হিমাগার ও আলু বিক্রির আড়তে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। বুধবার  শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে ফরিদপুর হিমাগারে ও হাজী শরিয়াতুল্লাহ বাজারে এই অভিযানে পরিচালনা করা হয়। ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও জেলা কৃষি বিপণন সহ পুলিশের একটি টিম হিমাগারটিতে আলু সংরক্ষণের বিষয়গুলো পরিদর্শন করেন। হিমাগারটিতে আলু মজুদের পরিমাণসহ ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ও রসিদ যাচাই বাছাই করে। এসময় আলু বোঝাই একটি পিকাপ চালকের কাছে কোন ধরনের রসিদ না পাওয়ায় সেটি জব্দ করা হয়। পরে চালক কে অনুসরণ শহরের শরিয়াতুল্লাহ বাজারে সেই ব্যবসায়ীকে চিহ্নিত করে। রসিদ বিহীন আলু ক্রয়ের অপরাধে দয়াল ভান্ডারের মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ জানান, গতকাল তাদের মহাপরিচালকের নির্দেশ ক্রমের পর আজ জেলার একটি আলুর হিমাগার ও বাজারে অভিযান পরিচালনা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ