বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

চট্টগ্রামে বিভিন্ন ঘটনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র বলছে, চট্টগ্রামের পটিয়ায় রিপন মল্লিক (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার  সকালে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মহাজনদীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবক বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির মৃত মিনাল কান্তি মল্লিকের ছেলে।

কয়েকদিন আগে নিখোঁজ হয় রিপন মল্লিক। শনিবার ভোরে লোকজন পুকুরে তার লাশ ভাসতে দেখে। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, রিপন মল্লিক ব্রেন স্ট্রোকে মারা গেছে বলে পরিবারের পক্ষ জানানো হয়েছে। এ কারণে লাশের ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ