বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

সার্ভারে জটিলতায় জন্মনিবন্ধন সেবা ব্যাহত

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে জন্মনিবন্ধনের নতুন সনদ বা সংশোধিত সনদ পেতে উপজেলায় বসবাসকারীদের সীমাহীন ভোগান্তির কথা নতুন নয় এটি অনেক পুরনো। প্রায়ই কার্যকর থাকে না নিবন্ধনের সার্ভার, সনদ হাতে পেতে দিনের পর দিন ঘুরতে হয় একজন অভিভাবককে। বসবাসরতদের জন্মনিবন্ধনের আবেদন থেকে শুরু করে সনদ হাতে পাওয়া পর্যন্ত কয়েক ধাপের বিড়ম্বনা ও ভোগান্তিতে পেরিয়ে যায় দীর্ঘ সময়। জন্মনিবন্ধন সনদ পাওয়ার জন্য দিনের পর দিন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে এ উপজেলায় বসবাসরতদের। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে জানা যায়, গত দুই মাস থেকে জন্মনিবন্ধন সার্ভারে কাজ চলার অজুহাতে কোন ধরনের সংশোধনের জন্য আবেদন করছেন না তথ্য কেন্দ্রের পরিচালকরা। তাদের ভাষ্যমতে, সংশোধনের জন্য কোন ধরনের আবেদন অনলাইনে করা যাচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইউনিয়ন অফিসে এসে ফিরে যাচ্ছেন। কবে নাগাদ ঠিক হবে তা ও কেউ বলতে পারছে না। জন্মনিবন্ধন সংশোধন সেবা নিতে আসা পূর্ব জুড়ী ইউনিয়নের শাকিলা নামের একজন জানান, তার জন্মনিবন্ধনের কপির সাথে শিক্ষাগত সার্টিফিকেট ও কাবিন নামার একটু তফাৎ রয়েছে। প্রায় ১৫ দিন থেকে ইউনিয়নে এসে ও সংশোধনের জন্য আবেদন করতে পারছেন না। এটি সংশোধন করতে না পারলে তার ভোটার কার্ড সংশোধন করা যাচ্ছে না।

অনলাইন আপডেট

আর্কাইভ