বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

বনাঞ্চল থেকে দুইটি অবৈধ বসতি উচ্ছেদ 

চকরিয়া সংবাদদাতা:কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জাধীন চকরিয়া উপজেলার কাকারার সংরক্ষিত বনাঞ্চল থেকে ২টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে স্থানীয় বনবিভাগ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাকারা বনবিটের পাহাড়তলী মিয়াজিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিনের নির্দেশনায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কাকারা বনবিট কর্মকর্তা মোশাররফ হোসেন। এসময় স্থানীয় কাকারা বনবিটের এফজি মাসুদ রানাসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন অংশগ্রহণ করেন। অভিযানে নেতৃত্ব দেয়া কাকারা বনবিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কাকারা বনবিটের পাহাড়তলী এলাকায় বনবিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে ছনের ছাউনি আর টিনের ঘেরা বেড়া দিয়ে কয়েকটি অবৈধ বসতি  গড়ে তুলে কতিপয় ভূমিদস্যু চক্র। পরে বিষয়টি নজরে আসার পর কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় বুধবার দুপুরে ওইসব বসতি ভেঙে দিয়ে উচ্ছেদ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। 

অনলাইন আপডেট

আর্কাইভ