শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ

স্পোর্টস রিপোর্টার: বিপিএলে আগামী দুই মৌসুমের জন্য নতুন মালিকানায় দেখা যাবে ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে। গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে। আর এই দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজনকে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরও করা হয়েছে। এর আগেই বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। রাসেল ডমিঙ্গো কোচ থাকাকালীন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন। বিপিএলের আসন্ন আসরে ঢাকা ছাড়া অন্য ছয়টি দল রয়েছে আগের মতই। গত আসরে খেলা ৬ দলটি হলো- ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স। এবার ড্রাফটের বাইরেও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দল গোছাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সূচি অনুযায়ী, আগামী বছরের ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের দশম আসরের।

অনলাইন আপডেট

আর্কাইভ