রসুলপুরী পীর আব্দুল মতিন নেছারী আর নেই
-Rosulpur-Pir-News-&-Picture-17.09.jpg)
সিংড়া (নাটোর) সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীনের আমিরুল উমারাহ ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক চার তরিকার পীরে মোকাম্মেল হাফেজ মাওলানা শাহ আব্দুল মতিন নেছারী (পীর সাহেব, রসুলপুরী) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিনগত রাত ১:১০ ঘটিকায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তিকাল করেন। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য মুফতি জাকারিয়া মাসউদ।
মুফতি জাকারিয়া মাসউদ জানান, বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন নাটোরের সিংড়া পৌর শাখার উদ্যোগে ৮৫ ঘণ্টাব্যাপী তালিমী জালসা ও লেছানী এতেকাফ গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে সিংড়া কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন তিনি। রাতে নাটোর শহরের একটি বাড়িতে যাত্রিযাপন করার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যান রসুলপুরী পীর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। এসময় তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বিকেল ৩টায় রসুলপুর মাদরাসা প্রাঙ্গণে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। তার দ্বিতীয় শশুরালয় সিংড়া উপজেলার বালুভরা মহল্লায়।