ঘাটাইল সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা শহরে যোগাযোগের একমাত্র সড়কটি সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষের চলাচলের পথ কাহারের খাল ব্রিজ থেকে লাহিড়ীবাড়ি ও ফসল হয়ে চাপড়ী হাসান মোড় পর্যন্ত চার কিলোমিটার রাস্তা পাকা করার দাবিতে গত শনিবার বিকেলে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না করায় এ রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেহাল এ সড়কে শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচল করা দায় হয়ে পড়েছে। রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। অথচ এটি এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।