নিখোঁজের ৩ দিন পরে লাশ উদ্ধার
মোরেলগঞ্জ সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবক নিখোঁজের ৩ দিন পরে নদীতে তার লাশ পাওয়া গেছে। পৌরসভার বারইখালী গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (২৮) এর লাশ গতকাল বদনীভাঙ্গা এলাকায় পানগুছি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বেলা ২টার দিকে পুলিশ তার লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্ত করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এর আগে গত শনিবার দিবাগত রাত ১১ টার দিকে ঘর থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। তার স্ত্রী ও ১১ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মিলনের স্ত্রী খাদিজা বেগম বলেন, দিনজমুর মিলন শনিবার রাত ১০ টার দিকে চুরির অভিযোগে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে বাড়ির সামনের খালে ঝাঁপ দেয়। আহত অবস্থায় তাকে তুলে ঘরে নেয়া হয়। পরে রাত ১১ টার দিকে বের হয়ে আর ঘরে ফেরেনি।
থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মিলন নিখোঁজ হয়েছে এ খবর কেউ থানায় জানায়নি। গতকাল নদীতে মৃতদেহ পাওয়ার পরে তার স্ত্রী ও অপর স্বজনেরা মিলনকে সনাক্ত করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।