বেতিসকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা
আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচ বার্সেলোনার ভালো খেলতে না পারার বদনাম আছে। গতকাল রাতে রিয়াল বেতিসের বিপক্ষেও ছিল একই ভয়। কিন্তু সেই ভয় উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। বেতিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। বার্সার জয়ে মুগ্ধতা ছড়িয়েছে গ্রীষ্মের দলবদলে যোগ দেওয়া জোয়াও ফেলিক্স।দলের হয়ে গোলের খাতা খোলার পাশাপাশি তাঁর সামগ্রিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। জাভির কৌশল এবং লা লিগার ম্যাচের মান নিয়ে বিরক্ত রবার্ট লেভানডফস্কিও এই ম্যাচে দারুণ খেলেছেন। এক গোল করার সঙ্গে আরও দুটি গোলে অ্যাসিস্টও করেছেন এই পোলিশ স্ট্রাইকার। বার্সার হয়ে অন্য গোল করেছেন ফেরান তোরেস, রাফিনিয়া ও জোয়াও কানসেলো। ইন্টারনেট।