শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছেছে। শনিবার রাত ১১ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা। দ্বিতীয় সারির দলটির বিপক্ষে আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে টিম টাইগার্স। বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে সিরিজটাকে বেছে নিলেও মূল দল পাঠায়নি কিউইরা। বিশ্বকাপের স্কোয়াডে থাকা মাত্র ৫ ক্রিকেটার আছেন এই দলে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও নেই বাংলাদেশ সফরে। বাংলাদেশে শেষবার নিউজিল্যান্ড এসেছিল ২০২১ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ৫ ম্যাচের কুড়ি ওভারের সিরিজ খেলে তারা। সেখানে ৩-২ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতেছিল। এর আগে ২০১৩ সালে ওয়ানডে সিরিজ খেলতে শেষবার এসেছিল তারা। সেবার ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ হয়েছিল। ২০১০ সালেও তাদেরকে ৪-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। 

অনলাইন আপডেট

আর্কাইভ