শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা ( যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ড্রেনের পানিতে ডুবে হোসাইন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার স্বরূপদহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু কাকুড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজন সোলাইমান হোসেন জানান, শনিবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিলো হোসাইন। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি ড্রেনের পানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ