শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

১০৫ কেজি ভেজাল মধু ও সরঞ্জামসহ গ্রেফতার ২

খুলনা ব্যুরো : সুন্দরবনের খাঁটি মধুর নামে খুলনা মহনগরীতে তৈরি হচ্ছে ভেজাল মধুর। ভেজাল মধু শনাক্তের সাধারণত কোনো উপায় না থাকায় ক্রেতাসাধারণ তা কিনে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। ভেজাল মধু তৈরির জন্য প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। তারপর উক্ত মিশ্রন ঠাণ্ডা হলে তাতে সামান্য পরিমাণ মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর উক্ত মিশ্রন বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের কথিত খাঁটি মধু। 

এই ভেজাল মধু তৈরির চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. আশরাফুল ইসলাম রিপন (৩৪) এবং শেখ শাহরিয়ার মাসুদ (৩৮)। সোমবার দুপুর পৌনে ৩টায় নগরীর আড়ংঘাটা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০৫ কেজি ভেজাল মধু ও ভেজাল মধু তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ