শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়িতে সাবরিনা আক্তার (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর (সোমবার) ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ পালপাড়া এবং ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে জাহাঙ্গীর ম্যানশনের ২য় তলার ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। 

নিহত সাবরিনা আক্তার (৩০) ঢালকাটা গ্রামের মাওলানা রফিক সাহেবের বাড়ির প্রবাসী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তাদের তিন কন্যা সন্তান রয়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বলেন আমরা খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মহিলার লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ বিস্তারিত পরে জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ