চার ধাপে বাংলাদেশে আসছে কিউইরা
স্পোর্টস রিপোর্টার : ২০১৩ সালের পর আবারও বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে নিউজিল্যান্ড। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে কিউইরা। তবে দ্বিতীয় সারির দল নিয়ে চার ধাপে বাংলাদেশে আসছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপরা। গতকাল শনিবার প্রথম ধাপে নিউজিল্যান্ড দলের একজন খেলেয়াড় ঢাকায় এসে পৌঁছান। একই দিন রাত ১১টা ৪০ মিনিটে দ্বিতীয় ধাপে পাঁচজন কোচ ও সাতজন ক্রিকেটারসহ ১২ জন ঢাকায় আসবেন। আজ রোববার সকালে আরও দুটি গ্রুপ আসবে। সকাল ১০টায় ৪৫ জন পারফরম্যান্স অ্যানালিস্ট এসে পৌঁছাবেন। চতুর্থ ও শেষ ধাপে বিকেল ৫টা ৩০ মিনিটে চারজন কোচ ও আটজন ক্রিকেটার আসবেন।নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন চোটের কারণে ঢাকায় খেলছেন না। তবে কিউই বিশ্বকাপ দলে রয়েছেন কেইন। এ ছাড়া প্রথমবারের মতো বাবা হওয়ার জন্য মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম ছুটি নিয়েছেন। বাংলাদেশ সিরিজের সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তারা। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট। এ ছাড়া টাইগারদের বিপক্ষে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিবেন পেসার লুকি ফার্গুসন।
এদিকে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ধাপে নিউজিল্যান্ড দল ওয়ানডে খেলে বিশ^কাপে অংশ নিতে ভারত যাবে। তারপর বিশ্বকাপ শেষ করে ২১ নভেম্বর আবারও ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ডের টেস্ট দল। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এবং এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম সিরিজ হবে এটা।২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। দিবারাত্রির সব ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। ২৩ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্বকাপ শেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ২৩-২৪ নভেম্বর দুদিনের একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে কিউইরা। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর দুদলের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ০৬-১০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে টেস্ট সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।