বুধবার ০১ মে ২০২৪
Online Edition

নেতৃবৃন্দের শোক সাবেক সংসদ সদস্য চৌধুরী খোরশেদ আলমের ইন্তিকাল

লক্ষ্মীপুর সংবাদদাতাঃ লক্ষ্মীপুর ২আসনের (রায়পুর) সাবেক সংসদ সদস্য ও লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, লক্ষ্মীপুর জেলা পরিষদ, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স, রেড়ক্রিসেন্ট লক্ষ্মীপুর এর সাবেক চেয়ারম্যান চৌধুরী খোরশেদ আলম(৮৭) গতকাল রাত ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

গতকাল বেলা ২.৩০মিনিটের সময়  পুরাতন কর্মস্থল লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে শহরের নিজ বাসভবনের সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর শোক সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন লক্ষ্মীপুর ২-আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর ৩-আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খায়রুল এনাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর জেলা পরিষদ ও রেড় ক্রিসেন্টের বর্তমান চেয়ারম্যান শাহাজান, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূইঁয়া ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। উল্লেখ্য যে, তিনি প্রথমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬সনে জাতীয় পার্টি থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।

অনলাইন আপডেট

আর্কাইভ