শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
Online Edition

ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার ২৪ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

খুলনা ব্যুরো : ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে হাসপাতালের ২৪ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প চলাকালে মেডিসিন, গাইনী ও শিশু বিভাগের শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ.এস.এম. মামুন শাহীন। এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য বছরের বিভিন্ন সময় ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় মেডিসিন, গাইনী ও শিশু বিভাগের শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। 

ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন মেডিসিন কনসালটেন্ট মেজর ডা. মো. মাহবুবুর রহমান, গাইনী কনসালটেন্ট ডা. আইভি নাসরিন ও ডা. উম্মে কুলসুম জামান এবং শিশু বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ কবিরুল ইসলাম। এছাড়া ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. নূর ইসলাম, প্রশাসনিক ইনচার্জ মো. আমির হামজা, মাকেটিং ইনচার্জ ইমরান খান, মাকেটিং অফিসার আব্দুস সালাম, আরাফাত হোসেন প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ