লোকসমাগমের জন্য ৯ জোড়া স্পেশাল ট্রেন
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আগামীকাল শনিবারের আওয়ামলীগের জনসমাবেশে লোকসমাগমের জন্য বিশেষ ট্রেন চালু থাকবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে রাজধানীতে আগামী ২ সেপ্টেম্বর সুধী সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশটিতে মানুষের সমাগম নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে থেকে স্পেশাল ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা থেকে ঐদিন এট্রেন যাতায়াত করবে। নারায়নগঞ্জ ছাড়াও নরসিংদী, গফরগাও, টাঙ্গাইল, হাইটেকসিটি থেকে তেজগাও স্টেশনে মোট ৯ জোড়া স্পেশাল ট্রেন যাতায়াত করবে। এছাড়া পহেলা সেপ্টেম্বর ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে গফরগাও-তেজগাও চলবে একটা বিশেষ ট্রেন।
আগামীকাল শনিবার স্পেশাল ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম খান তবে, ট্রেন দু’টির টিকেটের ভাড়া কত হবে জানা যায়নি।
আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের দিন বিকেলে পুরানো বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে জনসমুদ্র তৈরি করার উদ্দেশ্যে ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে অংশ নিয়েছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়রসহ সংসদ সদস্যরা। এছাড়া রাজধানীর আশেপাশের আরো কয়েকটি জেলার আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর সাড়ে ৫শ’ যাত্রী ধারণ ক্ষমতার একটি ট্রেন সকাল ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ ছেড়ে যাবে সরাসরি তেজগাঁও এর উদ্দেশ্যে। পৌঁছাবে ৮টা ৫০ মিনিটে। একই ট্রেন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তেজগাঁও থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে। সকাল ১০টা ২৫ মিনিটে আরও একটি ট্রেন তেজগাঁওয়ের উদ্দেশ্যে ছাড়া হবে। পৌঁছাবে বেলা ১১টায়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেই ট্রেন নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে ফিরবে রাত ৯টায় দিকে।
তবে, নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, ২ সেপ্টেম্বর মিটিংয়ে লোক নেওয়ার জন্য ট্রেন দু’টিকে ভাড়া করা হয়েছে। ট্রেন দু’টি নারায়ণগঞ্জ থেকে সরাসরি তেজগাঁও স্টেশনে যাবে। তবে, ট্রেনের টিকেটের মূল্য কত হবে, তা এখনও জানা যায়নি। বাংলাদেশ রেলওয়ের নির্দেশ অনুযায়ী ভাড়া আদায় করবে বলে জানান তিনি।
জানা গেছে, আওয়ামী লীগে সমবেশেকে কেন্দ্রে করে লোক সমাগমের জন্য গফরগাও থেকে তেজগাও একজোড়া, নরসিংদী থেকে তেজগাও জোড়া ,নারায়ণগঞ্জ থেকে তেজগাও জোড়া, টাঙ্গাইল থেকে তেজগাও ২ জোড়া , হাইটেক সিটি থেকে তেজগাও জোড়া স্পেশাল ট্রেন যাতায়াত করবে।
সম্প্রতি ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরের প্রথম দিন ‘তারুণ্যনির্ভর সমাবেশ’ এবং দ্বিতীয় দিন সুধীজনদের নিয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ সেপ্টেম্বর রাজধানী ঢাকা জনতার মহাসমুদ্র দেখবে বলে এ সময় উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বরের সমাবেশে মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি আমরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইস্পাতের মতো শক্তি নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গি মোকাবিলা ও প্রতিরোধ করতে প্রস্তুত।