শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

বিএনপির ‘এক দফা’ মোকাবেলার ডাক আসছে 

স্টাফ রিপোর্টার : তৃণমূলের নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জন্য কী বার্তা আসছে তার জন্য অপেক্ষা করছেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা। 

জানা গেছে, আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’ আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে গণভবনে অনুষ্ঠেয় বর্ধিত সভাকে কেন্দ্র করে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সাংগঠনিক জমায়েতের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এই সভায় নির্বাচন ও বিএনপির একদফার আন্দোলনকে সামনে রেখে দলীয় নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আগে বুধবার গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে নতুন জোট মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। শিগগির নতুন ও পুরোনো কয়েকটি রাজনৈতিক দল মিলিয়ে একটি এবং ইসলামিক দলগুলোকে নিয়ে আরও একটি ফ্রন্ট আত্মপ্রকাশ করতে পারে। তারা বিএনপিকে মোকাবিলায় আওয়ামী লীগের সমর্থনে রাজপথে কর্মসূচি পালন করবে।

এদিকে আজ ৬ আগস্ট গণভবনের এ সভায় বার্তা দেওয়া হবে আগামীতে ১৪ দলসহ সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎভাবে কর্মসূচি পালনের। সংসদ নির্বাচন যেহেতু আসন্ন তাই চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও থাকবে এই সভায়। বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সে সম্পর্কে ধারণা দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। 

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, গণভবনের সভায় ঢাকাসহ জেলায় জেলায় সরকার পতনে বিএনপি যে একদফা আন্দোলনের কর্মসূচি পালন করছে, তা রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত দলের সম্পাদকম-লীর বৈঠকে বলেছেন, আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারও চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেব না।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বিএনপির আন্দোলন মোকাবিলায় ১৪ দল দলগতভাবে রাজপথে কর্মসূচি দেয়ার চিন্তাভাবনা করছে। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। আমরা ১৪ দলকে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। সমমনাদের নিয়ে নতুন ফ্রন্ট গঠন করার বিষয়ে তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে আমরা কাজ করছি।

অনলাইন আপডেট

আর্কাইভ