মণিপুরে নতুন সহিংসতায় বাবা-ছেলেসহ নিহত ৩
সংগ্রাম ডেস্ক: ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে নতুন সহিংসতায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বিষ্ণুপুর জেলায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বলছে, রাত ২টার দিকে বিষ্ণুপুরের কোয়াকতার কাছে উখা তামপাক গ্রামে নির্বিচারে গুলী চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পুলিশ জানায়, তিন জনকে ঘুমন্ত অবস্থায় গুলী করে হত্যার পর তরবারি দিয়ে মরদেহ বিচ্ছিন্ন করা হয়। হামলাকারীরা চুরাচাঁদপুর থেকে এসেছিল। নিহত তিনজন নিরস্ত্র গ্রামবাসী ছিলেন। পিটিআই, এনডিটিভি
এদিকে মণিপুর পুলিশ শুক্রবার জানায়, সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যের ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিভিন্ন জেলায় নতুন সহিংসতা শুরু হওয়ার পর ৭টি অবৈধ বাঙ্কার ধ্বংস করা হয়েছে। বিষ্ণুপুরের তেরখাংসাংবিতে অজ্ঞাত বন্দুকধারী এবং সরকারি বাহিনীর মধ্যে গুলী বিনিময়ের সময় বৃহস্পতিবার গভীর রাতে ৩৫ বছর বয়সী এক নারী আহত হন। আরিবাম ওয়াহিদা বিবি নামের ওই নারীর হাতে গুলী লেগেছে। তিনি ইমফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কর্মকর্তারা জানান, এর আগে একই দিনে একদল জনতা বিষ্ণুপুর জেলার নারানসিনায় অবস্থিত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদর দফতরের অস্ত্রাগার লুট করে।
গত বৃহস্পতিবার ইমফলের পশ্চিমে সেনজাম চিরাংয়ে স্নাইপারের গুলীতে মণিপুরের এক পুলিশ সদস্য নিহত হন। এদিন বিষ্ণুপুরে দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্র ও গোলাবারুদ লুট করে একদল জনতা। তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা প্রশ্নে ভারতের উত্তর-পূর্ব রাজ্যটির মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। এতে কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ