মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
Online Edition

আবারও কুরআন পোড়ানো হলো সুইডেনে 

 

সংগ্রাম ডেস্ক: মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও সমালোচনার মাঝেই এবার এই কথিত প্রতিবাদটির আয়োজন করেন বাহরামি মারজান নামের এক নারী। তিনি একজন খ্রিষ্টান।

বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমের কাছে একটি স্থানে তিনি প্রকাশ্যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন দেন। আরটি

তিনি প্রতিবাদ কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সেখানে প্রায় ২০ জন মানুষ উপস্থিত ছিলেন। এসময় আরেকটি ছোট গ্রুপ এমন কর্মকা-ের প্রতিবাদ জানাতে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়।  এর আগে সুইডেনে ইরাক ও তুরস্ক দূতাবাসের বাইরে একাধিকবার পবিত্র কুরআন পুড়িয়ে কথিত প্রতিবাদ জানান বেশ কিছু মানুষ। ইরাক এমন অবমাননার জবাবে সুইডেনের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠায় এবং নিজের রাষ্ট্রদূতকে সুইডেন থেকে প্রত্যাহার করে নিয়ে আসে। এছাড়া তুরস্ক, মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সুইডেনের এমন নির্লিপ্ত ভূমিকার নিন্দা জানিয়েছে। বাংলাদেশও কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ