মৌলিক মানবীর গুণাবলীর গুরুত্ব

সংগ্রাম অনলাইন ডেস্ক: সত্য ও মিথ্যার দ্বন্দ্ব এবং ভাঙ্গা গড়ার ইতিহাসই পৃথিবীর ইতিহাস। এই ইতিহাস গড়ার কারীগর হিসবে সব সময়ই সক্রিয় থাকেন কিছু মানুষ। আর এই মানুষগুলোর মধ্যে কিছু মৌলিক মানবীয় গুণাবলী সাধারণভাবে (Commonly) দেখা যায়। ভালো বা মন্দ, সত্য বা মিথ্যা, ভাঙ্গা বা গড়া- সব কাজেই এই গুণাবলী সম্পন্ন মানুষগুলোই নেতৃত্ব দিয়ে থাকে।
কাঙ্ক্ষিত সেই গুণাবলীগুলো নিম্নরূপ:
# ইচ্ছাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি,
প্রবল বাসনা,
# উচ্চাশা ও নির্ভীক সাহস,
# সহিষ্ণুতা ও দৃঢ়তা তিতিক্ষা ও কৃচ্ছ্রসাধনা,
# বীরত্ব ও বীর্যবত্তা,
# সহনশীলতা ও পরিশ্রম প্রিয়তা,
# উদ্দেশ্যের আকর্ষণ এবং সে জন্য সবকিছুরই উৎসর্গ করার প্রবণতা,
# সতর্কতা, দূরদৃষ্টি ও অন্তরদৃষ্টি বোধশক্তি ও বিচার ক্ষমতা,
# পরিস্থিতি যাচাই করা এবং তদুনুযায়ী নিজেকে ঢেলে গঠন করা ও অনুকূল কর্মনীতি গ্রহণ করার যোগ্যতা
# নিজের হৃদয়াবেগ, ইচ্ছা বাসনা, স্বপ্ন সাধ ও উত্তেজনার সংযমশক্তি
# এবং অন্যান্য মানুষকে আকৃষ্ট করা, তাদের হৃদয়মনে প্রভাব বিস্তার করা ও তাদেরকে কাজে নিযুক্ত করার দুর্বার বিচক্ষণতা যদি কারো মধ্যে পুরোপুরিভাবে বর্তমান থাকে, তবে এই দুনিয়ায় তার জয় সুনিশ্চিত।
সূত্র: 'ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি'