সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩
Online Edition

বগুড়ায় গোরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরি

বগুড়া অফিস : বগুড়ার শিবগঞ্জে গোরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর উত্তরপাড়া গ্রাম থেকে এসব কঙ্কাল চুরি হয়। রোববার (৪ জুন) সকালে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় শরাফত আলী জানান, রোববার সকালে মুরাদপুর উত্তরপাড়া কবরস্থানে গেলে আটটি কবর খনন করে পুনরায় ঢেকে দেওয়া অবস্থায় দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। শামছুল আলম নামের আরেক জন জানান, কবর খনন করে মৃতদেহের দাফনের কাপড় কবরের ওপরে রেখে গেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি কবরের ওপর মৃত ব্যক্তির চুলও পাওয়া গেছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, ‘বিষয়টি শুনেছি। কঙ্কাল চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ