বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ইকরাম আলী শেখের ইন্তিকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের শোক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার সদস্য (রুকন) ও রানীগ্রাম নিবাসী ইকরাম আলী শেখ বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকাল ১০টায় ৭৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বিকাল ৫টায় জানাযা শেষে তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। 

শোকবাণী : ইকরাম আলী শেখের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শোকবাণী দিয়েছেন।  

শোকবাণীতে তিনি বলেন, ইকরাম আলী শেখের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। 

শোকবাণীতে তিনি আরো বলেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ পৌর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, শ্রমিক কল্যাণের জেলা সহসভাপতি মাওলানা মকবুল হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, ইকরাম আলী শেখ ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।

অনলাইন আপডেট

আর্কাইভ