ঢাকা,বৃহস্পতিবার 28 September 2023, ১৩ আশ্বিন ১৪৩০,১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ফনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

সংগ্রাম অনলাইন ডেস্ক: ফেনীর কাজিরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার মধ্যরাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার রামকৃষ্ণপুর সোয়ারামপুর এলাকার শিমুল (২৯) ও তার স্ত্রী ইয়াসমিন (২১)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৬) নিহত হন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন এক দম্পতি। পথিমধ্যে একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এ ঘটনায় গুরুতর আহত কুমিল্লার দেবিদ্ধার এলাকার সাগর (২০) ও অজ্ঞাতপরিচয় আরও এক পুরুষ (৪৯) ১৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে মোট পাঁচজনকে উদ্ধার করা হয়। লাশ তিনটি ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত।ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ