শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে সভাপতিম-লী মনোনয়ন দেওয়া হয়। চলতি অধিবেশনের সভাপতিম-লীর সদস্যরা হলেন- আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, ডা. প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী এবং বেগম আনজুম সুলতানা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিম-লীর সদস্যরা অগ্রবর্তীতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এ অধিবেশনেই আজ বৃহস্পতিবার আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন বলে স্পিকার সংসদের বৈঠকে জানান।

সভাপতিম-লীর মনোনয়নের পর স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।

ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ কারণে সংসদ অধিবেশনের প্রথমদিন শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হয়।

অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অংশ নেন।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের সময়কাল ও কার্যসূচি ঠিক করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুন বিকাল ৩টায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে।

৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৪০ ঘণ্টা বাজেটের উপর সাধারণ আলোচনা হবে। ২৫ জুন অর্থবিল ২০২৩ পাস হবে। ২৬ জুন বাজেট পাস হবে।

বাজেট উপস্থাপনের পর থেকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।

বাজেট পাসের পর কুরবানির ঈদের জন্য অধিবেশন মুলতবি হবে। ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে অধিবেশন শেষ হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৫৫৪টি প্রশ্নসহ মোট ১৬৪০টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৩২টি।

বেসরকারি সদস্যদের কাছ থেকে কোনো বিলের নোটিস পাওয়া যায়নি।

সংসদ সচিবালয় জানিয়েছে, পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৪টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৭টি।

অনলাইন আপডেট

আর্কাইভ