ঢাকা,বুধবার 27 September 2023, ১২ আশ্বিন ১৪৩০,১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

নির্বাচনের আগে সরকার অনেক বায়োস্কোপ দেখাবে : রিজভী

সংগ্রাম অনলাইন ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে সরকার অনেক তামাশা ও বায়োস্কোপ দেখাবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সংগঠনটির সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সামনে নির্বাচন আর এই নির্বাচনের আগে সরকার অনেক তামাশা ও বায়োস্কোপ দেখাবে। নিপুনের ওপর হামলাও বায়স্কোপের একটি অংশ। সেদিন ঢাকা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে আমি প্রধান অতিথি ছিলাম। নিপুন মঞ্চে আসতে না আসতেই শুনলাম তার মাথায় ইটের আঘাত করা হয়েছে। তার সারা শরীর-পোশাক রক্তে রঞ্জিত হয়েছে। কাপুরুষ সরকার না হলে একজন নারীর গায়ে হাত দেয়? নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের নেতৃত্বে সারাদেশে যেখানেই নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে তিনি (নিপুন) ছুটে গেছেন। বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যেখানে অন্যায় হয়েছে তার প্রতিবাদে তিনি ছুটে গেছেন।

রাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশে দুঃশাসন থাকলে, কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র থাকলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, যারা ক্যাসিনো করেছে, ব্যাংক লুটপাট করেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে আদালতে হাজিরা দিতে হয় না। আর বিএনপির লোকদেরকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্টে ‘লাব্বাইক’ বলতে হয়। কারণ বিএনপির নেতাকর্মীরা সরকারের ভোট ডাকাতির প্রতিবাদ করেছে। অন্যায়-অবিচারের প্রতিবাদ করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিনীর নামে মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন সাক্ষী নেয়া হচ্ছে কেন? কারণ এটাও নির্বাচনের আগে সরকারের একটা বায়োস্কোপ। গতকাল কয়েকজন আইনজীবী এর প্রতিবাদ করেছে। এর জন্য আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী তাদের ওপর হামলা করেছে এবং তাদের কয়েকজন এখনো হসপিটালে ভর্তি। শেখ হাসিনা নির্বাচনের আগে এরকম আরো নৃশংস ঘটনা ঘটাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ