কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
আপডেট: ২৮ মে ২০২৩ - ১২:৩৭ | প্রকাশিত: ২৮ মে ২০২৩ - ১২:৩০

সংগ্রাম অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।
নিহতদের মধ্যে এক ব্যক্তির নাম বাদশা মিয়া আর অপর ব্যক্তির নাম-পরিচয় বেলা ১১টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।