গাজীপুরে ভোট কেন্দ্রে র্যাব-পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষে
সংগ্রাম অনলাইন ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শেষ মুহূর্তে একটি কেন্দ্রে ঢোকার চেষ্টাকারী একদল তরুণের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষ হয়েছে।
কাজী আজিমুদ্দিন কলেজ কেন্দ্রে বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়।
সেখানে উপস্থিত ভোটাররা জানান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদের নেতৃত্বে ওই তরুণরা ‘টিফিন বাটি’ প্রতীকের কাউন্সিলর প্রার্থী আলমগীর মোড়লের পক্ষে কেন্দ্রে ঢুকতে চায়। তখন পুলিশ বাধা দিলে উত্তেজিত হয়ে পড়ে তরুণরা। তারপর পুলিশ ও র্যাবের যৌথ দল লাঠিপেটা করে তাদের ধাওয়া দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়।
এ সময় অনুপ্রবেশের চেষ্টাকারীরা কেন্দ্রের বাইরে থেকেই পুলিশ-র্যাবের দিকে ইট ছুড়তে থাকে। দুই পক্ষের মধ্যে এই ধাওয়া-ধাওয়ি চলে মিনিট দশেক। ঘটনার সময় কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অন্তত ৩০ জন ভোটার। পরে তারা ভোট দেন।