ঢাকা, বৃহস্পতিবার 1 June 2023, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জিলক্বদ ১৪৪৪ হিজরী
Online Edition

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১২

সংগ্রাম অনলাইন ডেস্ক: ফিলিপাইনে সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ রয়েছেন অন্তত সাতজন।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে।

ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এপি নিউজ এজেন্সি জানিয়েছে, আগুন লাগার পর অনেকেই আতঙ্কিত হয়ে ফেরি থেকে লাফ দিয়েছিলেন।

পরে উপকূলরক্ষী, নৌ-বাহিনী, অন্য একটি ফেরি ও স্থানীয় জেলেরা তাদের সমুদ্র থেকে উদ্ধার করেন।

দ্বীপ প্রদেশ বাসিলানে বৃহস্পতিবারও অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, এমভি লেডি মেরি জয়-৩ নামের ফেরিতে থাকা বেশিরভাগ যাত্রীকেই সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান এখনও জারি রেখেছে।

তিনি বলেন, ফেরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাচ্ছিল। মধ্যরাতে এটি যখন বাসিলান পৌঁছায়, তখন আগুন ধরে যায়।

হাতামান আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়ে ২৩ জন হাসপাতালে ভর্তি আছেন।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে। কেবিনে থাকা ৯ জনই গুরুতর আহত হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ