শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

বিপিএলের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার কোম্পানির কার্যালয়ে বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুর রব -সংগ্রাম

 

বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের (বিপিএল) ৫৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক সংগ্রামের সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক। বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী। 

উদ্বোধনী বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রব বলেন, মহান আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেড আরও একটি বছর অতিক্রম করলো এবং তারই রহমতে আজ আমরা ৫৪তম বার্ষিক সাধারণ সভায় মিলিত হতে পেরেছি। পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে এ বার্ষিক সাধারণ সভায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ধৈর্য্য ধরে বার্ষিক সাধারণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিগত ৫৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পরিষদ ও নিরীক্ষকদের প্রতিবেদনসহ ৩০ জুন ২০২২ সালের সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-লোকসানের হিসাব গ্রহণ ও অনুমোদন দেয়া হয়। এক বছরের জন্য তিনটি পরিচালক পদে নির্বাচিত পরিচালকগণের নাম শেয়ারহোল্ডারদের অবহিত করা হয়। নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেন- মোঃ তাসনীম আলম, মোঃ শহিদুল ইসলাম ও প্রফেসর ডাঃ নাজনীন আকতার।

কোম্পানীর সার্বিক চিত্র তুলে ধরেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন। কোম্পানীর ৩০ জুন ২০২৩ পর্যন্ত হিসাব নিরীক্ষণের জন্য মেসার্স হুদা হোসাইন এন্ড কোং এর আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নুরুল আমিন মেসার্স হুদা হোসাইন এন্ডং কোং কে নিরীক্ষক নিয়োগের প্রস্তাব করেন। শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে প্রস্তাব সমর্থন ও অনুমোদন করেন।

শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা মোঃ শাহজাহান চৌধুরী (ফোলিও-৩৩০১), মোঃ ফখরুল ইসলাম (ফোলিও-২২৭০) ও মাহবুবুর রহমান প্রমুখ।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. মোহাম্মদ নুরুল আমিন, মোঃ শহীদুল ইসলাম, এডভোকেট ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট এসএম কামাল উদ্দিন ও প্রফেসর ডাঃ নাজনীন আকতার। উপস্থিত ছিলেন কোম্পানীর আইন উপদেষ্টা মোঃ এনামুল হক চৌধুরী এফসিএ, মেসার্স হুদা হোসাইন এন্ড কোং এর স্বত্বাধিকারী মোঃ শামছুল হুদা।

সমাপনী বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রব বিপিএল ভবনকে সমস্যা মুক্ত করা, সংগ্রামকে আরও উন্নতমানের করা যায় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান হতে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আপনাদের পরামর্শের মূল্যায়ন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী দিনে যেন আরও সুন্দরভাবে এজিএম আয়োজন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা ও আল্লাহর সাহায্য কামনা করছি। 

চেয়ারম্যান কোম্পানীর শেয়ারহোল্ডার মোঃ সোলায়মান হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভার পক্ষ থেকে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ