প্রথম বিভাগ মহিলা দাবা লিগ
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগে বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। গতকাল মঙ্গলবার সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শিরোপা নির্ধারনী সপ্তম বা শেষ রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশের পক্ষে দুই ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভেলাভান ভার্ষিনি যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়ারসিয়া খুশবুকে হারিয়েছেন। বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলোকে হারিয়েছেন।বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ছিলেন ড. শোয়েব রিয়াজ আলম এবং খেলোয়াড়রা হলেনঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার ভেলাভান ভার্ষিনি ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অধিনায়ক ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ এবং খেলোয়াড়রা হলেনঃ ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জমু, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু। শাহিন চেস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। শেষ রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। শহিন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন নুশরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা, কিশোয়ারা সাজরীন ইভানা ও জান্নাতুল প্রীতি।