শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

ঢাকা লেপার্ডকে হারিয়ে জয় পেয়েছে সিটি ক্লাব

স্পোর্টস রিপোর্টার: প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা পঞ্চম ম্যাচে হারলো ঢাকা লেপার্ড। গতকাল বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা লেপার্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে লিগ টেবিলের নিচের দিকে থাকা সিটি ক্লাব। প্রিমিয়ার লিগে নতুন দল অগ্রণী ব্যাংক এরই মধ্যে একাধিক জয়ের স্বাদ পেলেও আরেক নবাগত ঢাকা লেপার্ড পঞ্চম খেলাতে এসেও জয়ের নাগাল পেলো না। টানা পঞ্চম ম্যাচে হারলো দলটি। আসিফ হাসান (৩/৩০), রাফসান আল মাহমুদ (৩/১৬), রবিউল হক (২/৩২) ও মাজ আহমেদের (২/৩২) সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ঢাকা লেপার্ডের ইনিংস। জসিমউদ্দীন (৫২) আর অভিজ্ঞ সোহরাওয়ার্দী শুভ (৩০) ছাড়া লেপার্ডের কেউ রান পাননি। জবাবে রায়ান রাফসান রহমান (৫০) ও শাহরিয়ার কমলের (অপরাজিত ৬৯) জোড়া ফিফটিতে ৪ উইকেট খুইয়ে ৩০ বল আগেই জয় তুলে নেয় সিটি ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা লেপার্ড: ৪৬.৩ ওভারে ১৬২/১০ (জসিমউদ্দীন ৫২, জেম ১২, হৃদয় ১৪, সোহরাওয়ার্দী শুভ ৩০, মইন খান ১৮; আসিফ হাসান ৩/৩০, রাফসান আল মাহমুদ ৩/১৬, রবিউল হক ২/৩২, মাজ আহমেদ ২/৩২)

সিটি ক্লাব: ৪৫ ওভারে ১৬৩/৪ (রায়ান রাফসান রহমান ৫০, তৌফিক খান তুষার ১৭, শাহরিয়ার কমল ৬৯ অপরাজিত; চতুরঙ্গ সিলভা ২/৩১, মইন খান ২/৩২)

ফল: সিটি ক্লাব ৬ উইকেটে জয়ী।

অনলাইন আপডেট

আর্কাইভ