দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টানা দুই হারে সিরিজ হাতছাড়া হয় পাকিস্তানের। হোয়াইটওয়াশ এড়ানোর শঙ্কায় ছিল শাদাব খানের দল। তবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লজ্জা এড়ায় পাকিস্তানিরা। তুলে নেয় ৬৬ রানের বড় জয়। গত সোমবার শারজায় আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ১১৬ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৭ রানে তিন উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১৮, সেদিকুল্লাহ আতাল ১১ এবং ইবরাহিম জাদরান ৩ রানে আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ২০ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি। এছাড়া মোহাম্মদ নবী ১৭, উসমান গণি ১৫ এবং অধিনায়ক রশিদ খান ১৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে তিনটি। পাকিস্তানের শাদাব খান ৪ ওভারে ১৩ রানের খরচায় ৩ উইকেট নেন। ইহসানুল্লাহর শিকারও ৩ উইকেট। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, জামান খান এবং মোহাম্মদ ওয়াসিম। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৩ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস (১)। দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ক্রিজ ছাড়েন ১০ রান করা তাইয়েব তাহির। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেন সায়েম আইয়ুব। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন তিনি। আব্দুল্লাহ শফিক ২৩, ইফতেখার আহমেদ ৩১ রান, ইমাদ ওয়াসিম ১৩ রান করেন। সাতে নেমে ১৭ রানের ঝড়ো ইনিংসে ৫ বাউন্ডারিতে ২৮ রান করেন শাদাব খান। ব্যাটিংয়ের পর বোলিংয়ে ছন্দ দেখিয়ে হন ম্যাচসেরা।
আফগানিস্তানের মুজিব উর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী, রশিদ খান, ফরিদ আহমেদ এবং করিম জানাত। ৬৯ রান করে এবং ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।