শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

ভূঞাপুরে যমুনা নদীতে নেমে দু'জনের মৃত্যু

ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে  স্রোতের পাকে পরে দুজন শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায় রবিবার (২৬ মার্চ) উপজেলার কষ্টাপাড়া গ্রামের ৫/৬ জন বন্ধু মিলে যমুনার ভালকুটিয়া অংশে গোসল করতে নামে।তাদের মধ্যে গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫)ঘূর্ণি পাকে পড়ে যায়। সুজয়কে উদ্ধার করতে একই গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র রঞ্জিত পালের ছেলে নিখন পাল এগিয়ে আসে।এরপর একজন আরেকজনকে ঘূর্ণি পাক থেকে উঠাতে গেলে দুজনের কেউ আর উঠে আসতে পারেনি। সাথে থাকা বন্ধুদের চিৎকার চেঁচামিচিতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুজন ছেলে মৃত্যুবরণ করছে, তাদের বিষয়টি তদন্ত করে প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ