শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

৩ জনের অস্বাভাবিক মৃত্যু

মাগুরা সংবাদদাতা: মধুমতি নদীতে গোসল করতে নেমে ইয়ামিন (১২) নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর শুক্রবার দুপুর ১২ টার পর খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে রঘুনাথপুরের ঘাটের সাথে ওলিয়ারের ঘাট সোজা মধুমতি নদীতে বেলা আনুমানিক ১টার সময় গোসল করতে নেমেছিল মোঃ ইয়ামিন( ১২), সে মধুখালী উপজেলার গাজনা এলাকার দক্ষিণ রানপুর গ্রামের মোঃ রাজ্জাক মোল্ল্যার ছেলে। সে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মুনসুর ফকিরের ভাগিনা। মামাবাড়ি বেড়াতে এসে সে এ দুর্ঘটনার শিকার হয়। নিখোঁজের পর তার স্বজন ও এলাকাবাসী জালদিয়ে বহু খোঁজাখুঁজির পর না পেয়ে ডুবুরী দলের শরণাপন্ন হয়।

গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে সাপের কামড়ে আহত গৃহবধূ সাথী বেগম (৩১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। সাথী বেগম ওই গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।  জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাথী বেগম বাড়ির পার্শ্ববর্তী তার জমির ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় ইঁদুরের গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সাথী বেগম মারা যান। এদিকে গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। গত বুধবার বেলা সোয়া একটায় উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামের আবু তালেব মাস্টারের পুত্র আব্দুল হালিম (৪৫) বাড়ির পাশে নিজের মুরগির খামারের বিদ্যুৎ লাইন মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ তারে জড়িয়ে মৃত্যুবরন করেন। এলাকাবাসী জানিয়েছেন বিদ্যুৎ লাইন মেরামতের সময় তিনি একাই ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ