শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

ধুনটে ঋণগ্রস্ত ভ্যান চালকের আত্মহত্যা

কারিমুল হাসান লিখন, ধুনট: বগুড়ার ধুনটে ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে মুন্নাত হাসান (৩৪) নামে এক ঋণগ্রস্ত ভ্যান চালক আত্মহত্যা করেছে। ১২ মার্চ রবিবার রাত ৮ টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। ভ্যান চালক মুন্নাত হাসান ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। জানা গেছে, ভ্যান চালক মুন্নাত হাসান ঋণগ্রস্ত হয়ে চরম আর্থিক সংকটে ছিল। অর্থের অভাবে তিনি ঋণের টাকা পরিশোধ করতে না পারায় সব সময় হতাশায় ভুগতেন। একপর্যায়ে গত দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। ওই সুযোগে সবার অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘটনার দিন রাতে নিজ ঘরে বাঁশের তীরের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশীরা ডাকা-ডাকি করলে জবাব না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ভ্যান চালক কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন তাকে অতি দ্রুত নেমে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। সেখানে কর্মকর্তা ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল খালেক জানান, ভ্যান চালক মুন্নাত হাসান আত্মহত্যার বিষয়ে ধুনট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। তার পরিবার ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় ভ্যান চালকের মৃত্যুদেহ বিনা ময়নাতদন্তে তাহার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ