ঢাকা, বৃহস্পতিবার 1 June 2023, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জিলক্বদ ১৪৪৪ হিজরী
Online Edition

নতুন পারমাণবিক অস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া

সংগ্রাম অনলাইন ডেস্ক: ছোট এক ধরনের পারমাণবিক যুদ্ধাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া। দেশটি বলছে, এই যুদ্ধাস্ত্র স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রে ভালোভাবে লেগে যাবে।

দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া কৌশলগত অস্ত্র থাকার দাবি করে আসছে। এর দাবি এসব অস্ত্রের দক্ষিণ কোরিয়ায় আঘাত করার সক্ষমতা রয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় দৈনিকে সেই যুদ্ধাস্ত্রের ছবি দেখা গেল। এদের ক্ষমতা এখনো যাচাই করা যায়নি।

উত্তর কোরিয়া যে পর্যন্ত না এটি পরীক্ষা করছে, সে পর্যন্ত আমাদের অনুমানেই থাকতে হবে।  

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে আসছে উত্তর কোরিয়া। এই মহড়ার জবাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েই যাচ্ছে।

এর আগে উত্তর কোরিয়া একটি ড্রোনের পরীক্ষা চালায়, যেটি পানির নিচে চলতে সক্ষম এবং লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।  

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ