এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
স্টাফ রিপোর্টার: রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি ৯ তলা ভবনে কম্পিউটার মার্কেটে আগুন লেগেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাটা সিগন্যালের কাছে শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির পঞ্চম তলায় আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্য ইউনিটগুলো যুক্ত হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে প্রথমে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।