পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন হতাহত
চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমী জানান, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) : তালার পাটকেলঘাটায় মহাসড়কের পাশে রাখা বালুর ঢিবিতে মোটরসাইকেল উল্টে আশিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। নিহত আশিক সাতক্ষীরা কলারোয়ার কাজীরহাট এলাকার সামসুর রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাহদাহ ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ইমন (২৪) ও শিমুল(২৪)। এরা সবাই কলারোয়ার কাজীরহাট এলাকার বাসিন্দা।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শাহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।