শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

কিশোরগঞ্জে জামায়াতের ইফতারসামগ্রী বিতরণ 

কিশোরগঞ্জ: পবিত্র মাহে রমযানে দরিদ্র রোজাদারদের মাঝে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা। সদর উপজেলার লতিবাবাদ, রশিদাবাদ, মারিয়া ও চৌদ্দশত ইউনিয়নে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমযান আলী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বুরহান উদ্দিন সুমন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু হানিফা, চৌদ্দশত ইউনিয়ন আমীর মাওলানা নুরুল ইসলাম, মারিয়া ইউনিয়ন আমীর লিয়াকত আলী, লতিবাবাদ ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বলেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব মূলতঃ সরকার এতে ব্যর্থ হয়েছে। কর্তৃত্ববাদী সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত। জামায়াতে ইসলামী সাধ্যমত চেষ্টা চালিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য সমাজের সচ্ছল ব্যক্তিদের একাজে সহযোগিতার আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ