বুধবার ২৯ নবেম্বর ২০২৩
Online Edition

জয়ের বিকল্প আর কিছুই ভাবছেন না সিশেলস কোচ

 স্পোর্টস রিপোর্টার: ফিফা প্রীতি ম্যাচে জয়ের প্রয়োজনীয়তা নিয়েই স্বাগতিক বাংলাদেশ দলের মুখোমুখি হতে যাচ্ছে সিশেলস। সেই ম্যাচে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছেন না সিশেলস কোচ বোথ। তিনি বলেন, ‘আমাদেরকে কাল (মঙ্গলবার) অবশ্যই জিততে হবে। গত ম্যাচে ১-০ গোলে হারের পর আমাদের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। আমরা এখনও সিরিজ বাঁচানোর বিষয়ে আশাবাদী। ‘বাংলাদেশের দূর্বলতাগুলো নিয়ে পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন বোথ। তিনি বলেন, ‘বাংলাদেশের কিছু ভালো দিক আছে। আবার কিছু দুর্বলতাও আছে। আমরা সেগুলো নিয়ে ভেবেছি। মাঝমাঠে বাংলাদেশের দূর্বলতা আছে। আমরা সেগুলো কাজে লাগাতে চাই। তাদের ডিফেন্স খুব শক্তিশালি। আমরা তাদের ডিফেন্স লাইন নিয়ে ভাবছি। ‘

আগামী ম্যাচে দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বোথ। তিনি বলেন, ‘আগামী ম্যাচে দলে ৩/৪ টা পরিবর্তন আসতে পারে। আমাদের টিম স্পিরিট ভালো। দলের সকলেই ভালো আছে। আমাদের লক্ষ্য পরিস্কার। আমরা জয়ের বিকল্প অন্য কিছু ভাবছি না।’

অনলাইন আপডেট

আর্কাইভ