শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

টর্নেডোতে বিপর্যস্ত মিসিসিপি নিহত বেড়ে ২৬

২৬ মার্চ, রয়টার্স : শক্তিশালী টর্নেডোর তা-বে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্য। গত শুক্রবার রাতের টর্নেডোতে মিসিসিপি ও পাশের অ্যালাবামা রাজ্যে নিহত বেড়ে হয়েছে ২৬। এ পরিস্থিতিতে মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার। টর্নেডো কবলিত অঞ্চলগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার মিসিসিপির টর্নেডো কবলিত সিলভার সিটি ও উইনোনা এলাকা পরিদর্শন করেন রাজ্যটির গভর্নর তাতে রিভেস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক প্রকাশ করে বলেন, ‘টর্নেডো কবলিত অঞ্চলে সাহায্যে সরকার যথাসাধ্য চেষ্টা করবে।’ মিসিসিপির পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফর্কের অবস্থা করুণ। শহরটির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিধ্বস্ত গাড়ি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অঞ্চলটির বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে শিশুদের খেলনাসহ বিভিন্ন জিনিস চোখে পড়ে যা কয়েক ঘণ্টা আগেও সেখানে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ বহন করে।

অনলাইন আপডেট

আর্কাইভ