খুলনা অঞ্চলে ফেতরা একশ’ টাকা
খুলনা ব্যুরো : এ বছর খুলনা অঞ্চলে সাদকাতুল ফিতর একশ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার টাকা। একই সাথে যারা রোযা রাখতে পারবে না তাদের ফিদিয়া নির্ধারণ করা হয়েছে দৈনিক দেড়শ’ টাকা হারে। শনিবার খুলনা জেলা ইমাম পরিষদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রমযানুল মুবারকের অন্যতম একটি আমল হল-সাদকাতুল ফিতর আদায় করা। যার মাধ্যমে গরীব-দুস্থ, অসহায় মানুষ উপকৃত হয়। আর রমযানুল মুবারকে যাকাত প্রদান করা উত্তম। বর্তমান বাজারদর যাচাই করে এ বছর উপরোক্ত হার নির্ধারণ করেছেন জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ। পবিত্র রমযানুল মুবারকে সঠিকভাবে সদকাতুল ফিতর, যাকাত প্রদান ও ফিদিয়া আদায় এবং বেশি বেশি করে সাদকা করতে মুসলিম ভাই-বোনদের প্রতি আহ্বায়ক জানিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদ।