শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

স্বাধীনতা দিবস ফুটবলে সাবেকদের মিলনমেলা

 স্পোর্টস রিপোর্টার: স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্টিত হলো প্রীতি ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয়েছে। সবুজ দলের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে লাল দল। সাবেক ফুটবলাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচটি খেলেছেন। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের ট্রফি ও মেডেল দেন সাফ ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, এএফসি ও বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং মেয়েদের ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ