সংক্ষিপ্ত সংবাদ
সংবর্ধনা
মৌলভীবাজার: রাজনগর উপজেলার আরব আমিরাতের রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে রাজনগরের শিক্ষা সংস্কৃতি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে গঠন করেছে রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত। এ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় রাজনগরের ৮ ইউনিয়ন থেকে ৮ জন প্রতিনিধির সমন্বয়ে ২০ মার্চ রাজনগর জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনগর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও কিছু উৎসাহভাতা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী
গাইবান্ধা: গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ইসলামিক ফাউন্ডেশন অফিস চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা: আব্দুর রউফ তালুকদার। পরে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
হামদ নাত প্রতিযোগিতা
তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় প্রথম বারের মত উপজেলা পর্যায়ে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমিতে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটিতে ক ও খ বিভাগে তালার সকল ইউনিয়নের প্রায় দুইশত ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।
সার ও বীজ বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে সার, আউশ ধানের বীজ ও পাট বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
ইফতারসামগ্রী বিতরণ
মীরসরাই: বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার পৌরসভার শাখার উদ্যোগে মাওঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ করেন মীরসরাই উপজেলা শাখার আমীর মোঃ নুরুল কবির, তিনি বিত্তশালীদেরকে সুবিধাবঞ্চিত মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওঃ সাহেদ, ইসলামী ছাত্রশিবির মীরসরাই শহর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
শ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন
সাভার সংবাদদাতা: সাভারে দুইশ’ বছরের একটি সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের তুরাগনদীর তীরে কুমারবাড়ি এলাকায় শ্মশানে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। হাতে হাত ধরে এই মানববন্ধন কর্মসূচীতে প্রায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে এসময় শ্মশানের কমিটির সভাপতি নিত্যবাবু জানান, বেশ কিছু দিন ধরে ওই শ্মশানের মাটি কেটে তুরাগ নদীর পাড় বড় করছিলেন বিআইডব্লিউটিএর লোকজন। যার ফলে শ্মশানটি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় হিন্দু ধর্মাবলম্বীরা মানববন্ধন করেন। এসময় তারা দুইশ’ বছরের এই পুরাতন শ্মশান রক্ষার দাবি জানান সরকারের কাছে।