বিভিন্ন সংগঠনের ইফতারসামগ্রী বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও অলোচনা সভা শুক্রবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধন অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাছান।
জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাস্টার সাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন সহ-সেক্রেটারি শামছু উদ্দিন, ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি শেখ ফরিদ, ইউনিয়ন যুব ফোরাম সভাপতি নাছির উদ্দিন লিটন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মহিন উদ্দিন সোহাগ, আবুল কালাম, সৌদি প্রবাসী হাবিবুর রহমান ভূঁইয়া, হাছানুজ্জামান তৌহিদ, মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ভোলাইন গ্রামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মজুমদার। আদ্রা দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন।
সীতাকু- (চট্টগ্রাম): সীতাকু- ইদিলপুর গ্রামের শতাধিক অসহায় মানুষের হাতে রোজার শুরুতেই ইফতার সামগ্রী প্রদান করেছে প্রবাসীদের সংগঠন ইদিলপুর দেশ ও প্রবাসী কল্যাণ সমিতি। দক্ষিণ ইদিলপুর মেয়র বদিউল আলম প্রাথমিক বিদ্যালয়ে এই ইফতার সামগ্রী প্রদান করা হয়। সমিতির সভাপতি প্রবাসী নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ আবুল হাসেম কন্ট্রাক্টর ও সীতাকু- প্রেসক্লাব এর সাবেক সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। এই বছরও পবিত্র মাহে রমযান উপলক্ষে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সীতাকু-ের সলিমপুরস্থ খাজা কালুশাহ (রাঃ) মাজার ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিন মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।