স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলোচনা সভা

সংগ্রাম অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
আজ রোরবার বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন চায়না টাউনে এ আলোচনা সভার আয়োজন হয়। এর আয়োজন করে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আলোচনা ফাঁকে ফাঁকে দেশ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মো: নিজামুল হক।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনির উদ্দিন মণি। সঞ্চালনা করেন দলটির সেক্রেটারি রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। এর মধ্যে কয়েকটি দল দেশও শাসন করেছে। কিন্তু স্বাধীনতা নিয়ে মানুষের যে আশা ছিল, ৫৩ বছর পেরিয়ে গেলেও কোনো দল তার বাস্তবায়ন করতে পারেনি।
তিনি বলেন, অনেকেই মুক্তিযুদ্ধের কথা বলেন। আমি তাদের কাছে জানতে চেয়েছি, মুক্তিযুদ্ধের চেতনা কি? স্বাধীনতার চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা তো একই হওয়ার কথা। তবে আজ সমাজে এতো অবক্ষয় কেন? কেন এতো অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা? আজ তো মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রই হুমকির মুখে। আমাদের রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে গেছে। বিলুপ্ত হয়েছে মৌলিক মানবাধিকারও। তবে আমরা কিসের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি?
বিডিপি চেয়ারম্যান বলেন, আজ স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রমাণ দিতে পারেনি। যারা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, তারাও বা কী পদক্ষেপ গ্রহণ করেছে?
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম এখনো চলমান। এখনো না খেয়ে মারা যাচ্ছে আমার মা-বোন। চিকিৎসার অভাবে ভুগছে আমার বাবা-ভাই। এখনো আমি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার পাই না। হই নির্যাতনের শিকার। আমার সমাজের প্রতিটা অঙ্গে অঙ্গে আজ হাহাকার।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মো: নিজামুল হক বলেন, স্বাধীনতার এত বছর পর আবার কেন আমাদের ঐক্য, ইনসাফ ও অধিকারের ডাক দিতে হচ্ছে? এ রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ঐক্যের জন্য কত উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তা বাস্তবায়নের জন্যও নিয়েছিলেন অনেক উদ্যোগ। তিনি সোনার বাংলাদেশ বিনির্মাণে অনেক ভূমিকা রেখেছিলেন। আজ তার দলই ক্ষমতায় আছে। কিন্তু জাতির জনক যে ঐক্যের কথা বলেছিলেন, যে দল গঠন করে গিয়েছিলেন, আমরা ওই ঐক্য এবং ওই দল খুঁজে পাচ্ছি না।
তিনি বলেন, আমাদের কারো প্রতি অভিযোগ নেই। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ও তার নেতাদেরকে নিয়ে আগামী দিনের একটি স্বাবলম্বী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ওই অগ্রযাত্রায় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মনির উদ্দিন মণি বলেন, আমাদের স্বপ্নগুলো ধুলিসাৎ হয়েছে। যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবায়ন হয়নি। আমাদের দেশের পতাকা আমেরিকার চেয়ে কোনো অংশে দুর্বল নয়। আমাদের দেশের পতাকা ব্রিটেনের চেয়ে দুর্বল নয়। তবুও আজ কষ্টে ও অভাবে মানুষ আত্মহত্যা করছে। এমন দেশ তো আমরা চাইনি।
অনুষ্ঠানে ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান গাজী আনোয়ারুল হক, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল আলম ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর সভাপতি আনোয়ারুল ইসলামসহ আরো মহানগর ও থানা সমূহের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।