ঢাকা, বৃহস্পতিবার 1 June 2023, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জিলক্বদ ১৪৪৪ হিজরী
Online Edition

দৈনিক সংগ্রামের সাবেক বার্তা সম্পাদক আব্দুল কাদের মিয়া আর নেই

সংগ্রাম অনলাইন ডেস্ক: দৈনিক সংগ্রামের সাবেক বার্তা সম্পাদক  প্রবীণ সাংবাদিক আব্দুল কাদের মিয়া(৮২) আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

মরহুমের ছেলে নাজমুস সাকিব আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ এবং বার্ধক্য জনিত কারণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

আজ বাদ আসর দৈনিক সংগ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের লাশ খুলনায় নিয়ে যাওয়া হবে। 

আগামীকাল বাদ ফজর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম আব্দুল কাদের মিয়া দৈনিক সংগ্রামে দীর্ঘদিন সহকারী সম্পাদক এবং পরে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি স্ত্রী,  পাঁচ মেয়ে, এক ছেলে সহ বহ গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে নাজমুস সাকিন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তিনি তাঁর মরহুম পিতার মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ