ঢাকা, বৃহস্পতিবার 1 June 2023, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জিলক্বদ ১৪৪৪ হিজরী
Online Edition

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

সংগ্রাম অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ সোমবার (২০ মার্চ)। বেলা সাড়ে ১২টা পর্যন্ত আবেদনের সংখ্যা ছিল দুই লাখ ৮৩ হাজারের বেশি। রাত ১২টা পর্যন্ত আবেদন তিন লাখের কাছাকাছি চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৮৫১টি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে দুই হাজার ৯৩৪টি, বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ