'আল কোরআনই আমাদের গাইড লাইন’

সংগ্রাম অনলাইন ডেস্ক: শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন-২০২৩-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘মহান আল্লাহর কাছে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। আমাদের পরকালীন বিচার-ফয়সালা করা হবে নিজের ব্যক্তিগত আমলের ওপর ভিত্তি করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের পরকালীন মুক্তির জন্য পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করার আহ্বান জানিয়ে আসছে। একজন ঈমানদার ব্যক্তির ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সহযোগী থাকার সুযোগ নেই। দ্বীনের পথে ব্যাপক বাধা আসবে। কিন্তু পরকালীন মুক্তির জন্য সেটাকে মেনে নিয়ে আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। ঈমানের দাবি প্রত্যেক মুসলমানের কাছে একই। জান্নাত পেতে হলে ঈমানের দাবি পূরণে তৈরি থাকতে হবে। জান্নাত লাভের জন্য মুমিনের সাথে জান-মালের যে চুক্তির কথা কোরআনে রয়েছে সে চুক্তি বাস্তবায়নে আমাদেরকে শপথ নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘মুমিনগন অবশ্যই বিজয়ী হবেন, যদি আল্লাহর সাথে চুক্তি অনুযায়ী জান ও মাল দিয়ে তাঁর রাস্তায় সংগ্রাম করতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ বা উপলব্ধি করার তৌফিক দিলেই আমরা তা অনুধাবন করতে পারব।’
রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আল্লাহ তায়ালার দ্বীন সমাজে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। দেশের প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী নয়। একজন মুমিনদের অন্যতম মৌলিক দায়িত্ব হলো দ্বীনের ফরজিয়াত আদায় করা। ব্যক্তিগতভাবে নিজেকে সেই মানে তৈরি করার সাধনা করা সকলের কর্তব্য।’
সম্মেলনে আরো মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসেন, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ।